৮
১ বিন্যামীনের বড় ছেলে হল বেলা, দ্বিতীয় অসবেল, তৃতীয় অহর্হ, ২ চতুর্থ নোহা ও পঞ্চম রাফা। ৩ বেলার ছেলেরা হল অদ্দর, গেরা, অবীহূদ, ৪ অবীশূয়, নামান, আহোহ, ৫ গেরা, শফূফন ও হূরম।
৬ এরা এহূদের বংশধর যারা গেবায় বাসকারী লোকদের বংশগুলোর নেতা, যারা মানহতে যেতে বাধ্য হয়েছিল: ৭ নামান, অহিয় ও গেরা। গেরা তাদের পরিচালিত করেছিল। সে ছিল উষঃ ও অহীহূদের বাবা।
৮ আর তিনি তাঁদেরকে বিদায় করলে পর শহরয়িম মোয়াব ক্ষেত্রে ছেলেদের জন্ম দিলেন। তার দুই স্ত্রী হূশীম ও বারা। ৯ মোয়াব দেশে তার অন্য স্ত্রী হোদশের গর্ভে তার এই সব ছেলেদের জন্ম হয়েছিল, যোবব, সিবিয়, মেশা, মল্কম, ১০ যিয়ূশ, শখিয় ও মির্ম। এঁরা ছিলেন নিজের নিজের বংশের প্রধান। ১১ হূশীমের গর্ভে তার আরও দুই ছেলে অহীটূব ও ইল্পালের জন্ম হয়েছিল।
১২ ইল্পালের ছেলেরা হল এবর, মিশিয়ম এবং ওনো, লোদ ও তার উপনগর সকলের পত্তনকারী শেমদ এবং বরীয় ও শেমা। ১৩ বরীয় ও শেমা ছিলেন অয়ালোনে বাসকারী লোকদের বংশগুলোর নেতা। গাতের লোকদের এঁরা তাড়িয়ে দিয়েছিলেন।
১৪ বরীয়ের ছেলেরা হল অহিয়ো, শাশক, যিরেমোৎ, ১৫ সবদিয়, অরাদ, এদর, ১৬ মীখায়েল, যিশ্পা ও যোহ। ১৭ ইল্পালের ছেলেরা হল সবদিয়, মশুল্লম, ১৮ হিষ্কি, হেবর, যিশ্মরয়, যিষ্লিয় ও যোবব। ১৯ শিমিয়ির ছেলেরা হল যাকীম, সিখ্রি, ২০ সব্দি, ইলিয়ৈনয়, সিল্লথয়, ২১ ইলীয়েল, অদায়া, বরায়া ও শিম্রৎ। ২২ শাশকের ছেলেরা হল যিশ্পন, ২৩ এবর, ইলীয়েল, অব্দোন, সিখ্রি, ২৪ হানন, হনানিয়, ২৫ এলম, অন্তোথিয়, যিফদিয় ও পনূয়েল। ২৬ যিরোহমের ছেলেরা হল শিম্শরয়, শহরিয়, অথলিয়া, ২৭ যারিশিয়, এলিয় ও সিখ্রি। ২৮ এঁরা সবাই ছিলেন নিজের নিজের বংশের নেতা এবং বংশ তালিকা অনুসারে এঁরা প্রত্যেকে ছিলেন প্রধান লোক। এঁরা যিরূশালেমে বাস করতেন।
২৯ যিয়ীয়েল গিবিয়োনে বাস করত। তার স্ত্রীর নাম ছিল মাখা; ৩০ তার প্রথম ছেলে হল অব্দোন, তারপর সূর, কীশ, বাল, নাদব, ৩১ গদোর, অহিয়ো ও সখর। ৩২ মিক্লোতের ছেলে হল শিমিয়। এরাও যিরূশালেমে তাদের বংশের লোকদের কাছে বাস করত।
৩৩ নেরের ছেলে কীশ আর কীশের ছেলে শৌল। শৌলের ছেলেরা হল যোনাথন, মল্কীশূয়, অবীনাদব ও ইশ্বাল। ৩৪ যোনাথনের ছেলে মরীব্বাল ও মরীব্বালের ছেলে মীখা। ৩৫ মীখার ছেলেরা হল পিথোন, মেলক, তরেয় ও আহস। ৩৬ আহসের ছেলে যিহোয়াদা, যিহোয়াদার ছেলেরা হল আলেমৎ, অসমাবৎ ও সিম্রি। সিম্রির ছেলে মোৎসা, ৩৭ মোৎসার ছেলে বিনিয়া, বিনিয়ার ছেলে রফায়, রফায়ের ছেলে ইলীয়াসা ও ইলীয়াসার ছেলে আৎসেল। ৩৮ আৎসেলের ছয়জন ছেলের নাম হল অস্রীকাম, বোখরূ, ইশ্মায়েল, শিয়রিয়, ওবদিয় ও হানান। ৩৯ আৎসেলের ভাই এশকের ছেলেদের মধ্যে প্রথম হল ঊলম, দ্বিতীয় যিয়ূশ ও তৃতীয় ইলীফেলট। ৪০ ঊলমের ছেলেরা শক্তিশালী যোদ্ধা ছিল। এরা ধনুকের ব্যবহার জানত। তাদের অনেক ছেলে ও নাতি ছিল। তাদের সংখ্যা ছিল একশো পঞ্চাশ জন। এরা সকলে বিন্যামীন বংশধর।