37
দায়ূদের একটি গীত|
1 দুষ্ট লোকদের দেখে মর্মপীড়া বোধ করো না|
যারা মন্দ কাজ করে, ওদের দেখে ঈর্ষান্বিত হয়ো না|
2 মন্দ লোকরা সবুজ ঘাস-পাতার মত,
যা তাড়াতাড়ি বিবর্ণ হয়ে মারা যায়|
3 যদি তুমি প্রভুতে আস্থা রাখ এবং ভালো কাজ কর,
তাহলে তুমি বেঁচে থাকবে এবং এই পৃথিবীর ভাল বস্তুগুলি উপভোগ করবে|
4 প্রভুর সেবা করে নিজে উপভোগ কর
এবং তাহলে তোমার যা প্রয়োজন, তিনি তোমায় তাই দেবেন|
5 প্রভুর ওপরে নির্ভর কর| তাঁকে বিশ্বাস কর,
যা করার তিনি তাই করবেন|
6 প্রভু তোমার ধার্ম্মিকতা ও ন্যায়নীতি
মধ্যাহ্নের সূর্যের মত উজ্জ্বল করুন|
7 প্রভুকে বিশ্বাস কর এবং তাঁর সাহায্যের জন্য অপেক্ষা কর|
মন্দ লোকরা যখন জয়ী হয় তখন হতাশ হয়ো না|
দুষ্ট লোকেরা যখন কু-পরিকল্পনা করে জয়ী হয়, তখন মর্মপীড়া বোধ করো না|
8 ক্রুদ্ধ হয়ো না! রাগে আত্মহারা হয়ে যেও না!
এতখানি হতাশ হয়ে যেও না, যাতে তোমারও খারাপ কাজ করতে ইচ্ছা হয়|
9 কেন? কারণ মন্দ লোকরা ধ্বংসপ্রাপ্ত হবে|
কিন্তু যারা সাহায্যের জন্য প্রভুর কাছে প্রার্থনা করবে, তারা ঈশ্বরের প্রতিশ্রুত ভূমি পাবে|
10 খুব অল্প সময়ের মধ্যেই দুষ্ট লোকরা আর সেখানে থাকবে না|
তোমরা হয়তো তাদের খুঁজবে, কিন্তু ততদিনে তারা সবাই গত হয়েছে!
11 বিনয়ী লোকরা ঈশ্বরের প্রতিশ্রুত ভূমি পাবে
এবং তারা শান্তি ভোগ করবে|
12 মন্দ লোকরা ভালো লোকদের বিরুদ্ধে মন্দ ফন্দি আঁটবে|
ভালো লোকদের দিকে দাঁত কিড়মিড় করে ওরা ওদের ক্রোধ প্রকাশ করবে|
13 কিন্তু আমাদের প্রভু ওদের দেখে দেখে হাসেন|
ওদের যে কি হবে, তা তিনি দেখতে পান|
14 মন্দ লোকরা তাদের তরবারি তুলে নেয়, ওদের তীর তাক করে|
ওরা দরিদ্র সহায়সম্বলহীন লোককে হত্যা করতে চায়|
সৎ এবং ভালো লোকদের ওরা হত্যা করতে চায়.
15 কিন্তু ওদের তরবারি ওদের বুকেই বিদ্ধ হবে,
ওদের তীরও ভেঙ্গে যাবে|
16 মন্দ লোকদের বিপুল সমাবেশের চেয়ে
মুষ্টিমেয় কিছু সৎ লোক অনেক ভালো|
17 কেন? কারণ মন্দ লোকরা ধ্বংসপ্রাপ্ত হবে|
কিন্তু প্রভু সৎ লোকদের প্রতি যত্ন নেন|
18 খাঁটি ভালো মানুষদের প্রভু আজীবন রক্ষা করেন|
ওরা অনন্তকাল ধরে পুরস্কার পাবে|
19 সংকট এলে সৎ লোকরা হতাশ হবে না|
দুর্ভিক্ষের সময় ভালো লোকদের জন্য প্রচুর আহার থাকবে|
20 কিন্তু মন্দ লোকরা প্রভুর শত্রু এবং ওরা ধ্বংসপ্রাপ্ত হবে|
ওদের উপত্যকা শুকিয়ে যাবে এবং পুড়ে যাবে|
ওরা সম্পূর্ণভাবে বিনষ্ট হবে|
21 দুষ্ট লোকরা খুব তাড়াতাড়ি টাকা ধার করে, কিন্তু কখনও সেটা ফেরৎ দেয় না|
কিন্তু ভালো লোকরা দয়ালু এবং উদারহস্ত|
22 প্রভুর আশীর্বাদপুর্ত প্রত্যেকে ঈশ্বরের প্রতিশ্রুত দেশ পাবে|
কিন্তু প্রভু যাকে অভিশাপ দেন সে ধ্বংসপ্রাপ্ত হবে|
23 যে সৈন্য সাবধানে চলে, প্রভু তাকে সাহায্য করেন|
প্রভু তাকে পড়ে যেতে দেন না|
24 যদি সেই সৈন্য দৌড়ে গিয়ে শত্রুকে আক্রমণ করে,
প্রভু সেই সৈন্যের হাত ধরে তাকে পতন থেকে রক্ষা করেন|
25 একসময় আমি তরুণ ছিলাম, এখন আমি বৃদ্ধ হয়েছি|
আমি কখনও ঈশ্বরকে ভালো লোকেদের পরিত্যাগ করতে দেখি নি|
ভালো লোকেদের সন্তানদের আমি কখনও খাবার ভিক্ষা করতে দেখি নি|
26 একজন সৎ লোক মুক্ত হাতে অন্যকে দেয়|
সৎ লোকদের সন্তানরা আশীর্বাদের মত|
27 যদি তুমি খারাপ কাজ না কর, যদি তুমি ভালো কাজ কর,
তুমি অনন্তকাল বেঁচে থাকবে|
28 প্রভু ন্যায় ভালবাসেন|
সাহায্য না করে তিনি তাঁর অনুগামীদের পরিত্যাগ করেন না|
প্রভু তাঁর অনুগামীদের সর্বদাই রক্ষা করেন|
কিন্তু দুষ্ট লোকদের তিনি বিনাশ করেন|
29 সৎ লোকরা ঈশ্বরের প্রতিশ্রুত রাজ্য পাবে|
সেখানে তারা চিরদিন বাস করবে|
30 একজন সৎ লোক সর্বদাই সুপরামর্শ দেয়|
সে প্রত্যেকের জন্যই ন্যায্য সিদ্ধান্ত দেয়|
31 তার মনের মধ্যে সর্বদাই প্রভুর শিক্ষামালা থাকে|
তাই সে সৎ পথে বাঁচা থেকে বিরত হবে না|
32 কিন্তু দুষ্ট লোকরা সব সময় সৎ লোকদের হত্যা করবার সুযোগ খোঁজে|
33 সৎ লোকরা যখন মন্দ লোকদের ফাঁদে পড়ে, তখন প্রভু সৎ লোকদের ত্যাগ করেন না|
ঈশ্বর কখনই সৎ লোকদের দোষী বলে বিচারে সাব্যস্ত হতে দেবেন না|
34 ঈশ্বর যা বলেন তা কর এবং তাঁর সাহায্যের প্রতীক্ষা কর|
যখন তিনি মন্দ লোকদের জোর করে তাড়িয়ে দেবেন,
তখন প্রভু তোমাকেই জয়ী করবেন এবং তুমিই প্রভুর প্রতিশ্রুত রাজ্য পাবে|
35 আমি একজন দুষ্ট লোককে দেখেছিলাম যে ছিল ক্ষমতাশালী|
তার ছিল একটা স্বাস্থ্যবান সবুজ গাছের মতো একটি শক্তিশালী দেহ|
36 পরে আমি সেই পথে গিয়েছি|
আমি তাকে খুঁজেছি, কিন্তু পাইনি|
37 সৎ এবং পবিত্র হও|
শান্তিপ্রিয় লোকরা অনেক উত্তরপুরুষ পাবে|
38 কিন্তু যারা ঈশ্বরের বিধান ভাঙ্গে তারা সম্পূর্ণ বিনষ্ট হবে|
এবং তাদের উত্তরপুরুষদেরও দেশ থেকে সরিয়ে দেওয়া হবে|
39 প্রভু সৎ লোকেদের রক্ষা করেন|
সৎ লোকেরা যখন সংকটে পড়ে, তখন প্রভুই তাদের আশ্রয়|
40 প্রভু সৎ লোকদের সাহায্য করেন, রক্ষা করেন|
সৎ লোকরা প্রভুতে বিশ্বাস রাখে এবং তিনি তাদের দুষ্ট লোকদের হাত থেকে রক্ষা করেন|