জেরুশালেম আক্রমণের ভয়াবহতা
4
দেখো, সোনা কি ভাবে কৃঞ্চবর্ণ হয়েছে|
দেখো, দামী সোনার কি পরিবর্তন|
চারি দিকেই মন্দিরের পাথরগুলো ইতস্ততঃ ছড়িয়ে আছে|
তাদের রাস্তার প্রতিটি কোণে বিক্ষিপ্ত করা হয়েছে|
সিয়োনের লোকরা খুব মূল্যবান ছিল|
তারা একসময় সোনার মতোই মূল্যবান ছিল|
শত্রুরা তাদের কুমোরদের তৈরী
মাটির পাত্রের মত ব্যবহার করে|
এমনকি শিয়ালও তার শাবকদের স্তন পান করায়|
কিন্তু আমার লোকরা খুব নিষ্ঠুর হয়ে উঠেছে|
তারা মরুভূমিতে থাকা উট পাখীর মতো|
তৃষ্ণায় ছোট্ট শিশুর জিভটা মুখে আটকে পড়েছে|
ছেলেমেয়েরা খাবার চাইছে|
কিন্তু কেউই তাদের খাবার দেয় না|
এক সময় যারা খুব দামী দামী খাবার খেয়েছে,
এখন তারাই খিদের জ্বালায় রাস্তায় মরছে|
সুন্দর লাল পোশাক পরে যারা এমশঃ বড় হয়েছে,
তারাই এখন খাদ্যের সন্ধানে আবর্জনার স্তুপ ঘেঁটে ফিরছে|
তাদের পাপ কার্যের জন্য
আমার লোকদের শাস্তি সদোমের পাপের
কারণে শাস্তির চেয়েও বড় হয় গেছে|
সদোম ধ্বংসপ্রাপ্ত হয়েছিল কারণ ঐ জায়গায় লোকরা পাপী হয়ে উঠেছিল|
সদোমকে হঠাৎ‌‌ ধ্বংস করা হয়েছিল|
কোন মানুষ ঐ ধ্বংস কার্য ঘটায়নি|
সিয়োনের নেতারা বরফের চেয়েও পরিষ্কার ছিল|
দুধের থেকেও সাদা|
প্রবালের মত ছিল তাদের গায়ের রঙ|
তাদের দাড়ি ছিল নীলকান্ত মণির মতো|
কিন্তু এখন তাদের মুখ ঝুলের থেকেও কালো|
রাস্তায় বের হলে কেউ তাদের চিনতে পর্যন্ত পারে না|
তাদের চামড়াগুলি হাড়ের ওপর ঝুলছে
এবং কাঠের মত শুকিয়ে গেছে|
দুর্ভিক্ষে মরার চেয়ে তরবারির আঘাতে মরা ভাল|
অনাহারে থাকা জনগণ ভীষণ অবসন্ন|
তারা আহত|
শস্যক্ষেত্র থেকে তারা কোন ফসল পায় নি তাই খাদ্যের অভাবে তারা মারা গিয়েছে|
10 এমনকি, সমস্ত সুন্দরী মায়েরা
তাদের সন্তানদেরই খাদ্যের মতো রান্না করেছে|
ওই শিশুগুলি তাদের মায়েদের খাদ্য হয়ে উঠেছিল|
আমার লোকদের ধ্বংসের সময় এটা ঘটেছিল|
11 প্রভু, তাঁর সমস্ত রোধ ব্যবহার করেছেন|
তিনি ক্রোধর আগুন সিয়োনে নিক্ষেপ করেছেন|
ওই আগুন সিয়োনকে
পুড়িয়ে ছারখার করে দিয়েছে|
12 পৃথিবীর রাজারা এই ঘটনার কথা
বিশ্বাস করতে পারেন নি|
যা ঘটেছিল বিশ্বের মানুষরা
তা বিশ্বাস করতে পারে নি|
তারা বিশ্বাস করতে পারেনি যে
জেরুশালেম শহরের প্রধান ফটক দিয়ে শত্রুরা ঢুকতে সক্ষম হবে|
13 কিন্তু এটাই ঘটেছে
কারণ জেরুশালেমের ভাববাদীরা পাপ কাজ করেছে|
এটা ঘটেছে কারণ জেরুশালেমের যাজকরা পাপ কাজ করেছে|
ঐসব লোকরা জেরুশালেম শহরে ভাল মানুষদের হত্যা করেছে|
14 তারা অন্ধের মত শহরের রাস্তায় রাস্তায় ঘুরেছে|
রক্তপাতে তারা নোংরা হয়েছে|
তারা এতো নোংরা ছিল যে
তাদের জামাকাপড়ও কেউ স্পর্শ করে নি|
15 চলে যাও! তোমরা অশুচি|
লোকরা চিৎকার করে বলছিল, “দূর হয়ে যাও!
দূর হয়ে যাও! আমাদের স্পর্শ কোরো না|”
ঐ লোকরা এদিক ওদিক ঘুরে বেড়িযেছে কিন্তু কোন ঘরেই আশ্রয় পায়নি|
অন্য দেশের লোকরা বলেছে, “আমরা ওদের বাঁচতে দিতে চাই না|”
16 প্রভু স্বয়ং ওদের ধ্বংস করেছেন|
তিনি ওদের আর দেখাশোনা করতে পারছিলেন না|
তিনি যাজকদের শ্রদ্ধা করতে পারেন নি|
তিনি যিহূদার বয়স্ক মানুষদের প্রতি বন্ধুভাবাপন্ন ছিলেন না|
17 সাহায্য চেয়ে চেয়ে আমরা চোখ নষ্ট করে ফেলেছি|
কিন্তু কোন সাহায্য আসে নি|
আমরা একটা জাতির খোঁজ করেছিলাম যারা আমাদের রক্ষা করতে পারবে|
আমরা আমাদের পর্যবেক্ষণ কেন্দ্র থেকে নজর রেখেছিলাম
কিন্তু কোন জাতিই আমাদের রক্ষা করতে আসেনি|
18 শত্রুরা সবসময় আমাদের খুঁজে ফিরেছে|
আমরা পথেঘাটে বেরোতে পর্যন্ত পারিনি|
আমাদের শেষ সময় ঘনিয়ে এসেছিল|
আমাদের সময় ফুরিয়ে গিয়ে শেষ সময় ঘনিয়ে এল|
19 যে মানুষটা আমাদের তাড়া করেছিল
তার গতিবেগ আকাশে উড়তে থাকা ঈগলের থেকেও বেশী|
ওই লোকগুলো আমাদের ধরবার জন্য পাহাড়ে তাড়া করেছিল
এবং আমাদের হঠাৎ‌‌ আক্রমণ করবার জন্য মরুভূমিতে লুকিয়ে থেকেছিল|
20 রাজা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিলেন|
তিনি আমাদের শ্বাস-প্রশ্বাস নেওয়ার মতো গুরুত্বপূর্ণ ছিলেন|
কিন্তু সেই প্রিয় রাজাকেও ওরা ফাঁদে ফেলল|
রাজাকে প্রভুই ফাঁদে অভিষিক্ত করেছিলেন|
যে রাজার সম্বন্ধে বলতাম, “আমরা রাজার ছায়াতেই বাঁচব|
তিনি অন্য জাতির হাত থেকে আমাদের রক্ষা করবেন|”
21 ইদোমের জনগণ, সুখী হও|
ইদোমের লোকরা তোমরা যারা উসে থাকো, সুখী হও|
কিন্তু মনে রেখো প্রভুর পানপাত্র তোমারও চারিদিক ঘিরে আসবে|
যখন তুমি সেই পানপাত্রে চুমুক দেবে (শাস্তি পাবে), তখন তুমি মাতাল হবে|
তুমি সেই সময় নিজেকে উলঙ্গ করে ফেলবে|
22 সিয়োন, তোমার শাস্তি সম্পূর্ণ|
তোমাকে আর বন্দী করে রাখা হবে না|
কিন্তু ইদোমের জনগণ, প্রভু তোমাদের পাপের শাস্তি দেবেন|
তিনি তোমাদের পাপের মুখোশ খুলে দেবেন|